সিরাজুল ইসলাম লক্ষ্মীপুর প্রতিনিধি। লক্ষ্মীপুরের কমলনগরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী দেন কমলনগর রিপোর্টার্স ক্লাব। সোমবার (২৭ এপ্রিল) উপজেলার ফাজিল মিয়ার হাট ছুফিয়া দারুন আমান ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে নিরাপদ দূরত্ব বজায় রেখে কর্মহীনদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও এ কর্মসূচির মাধ্যমে কমলনগর রিপোর্টার্স ক্লাবের সদস্যরা উপজেলার পত্রিকার হকার সহ পার্শ্ববর্তী এলাকার হতদরিদ্র পরিবারের ঘরে ইফতার সহ খাদ্যসামগ্রী উপহার দেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, চনাবুট , খেজুর ,পেঁয়াজ , মটর ডাল, মুড়ি । কমলনগর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে অসহায়দের হাতে হাতে খাদ্যসামগ্রী তুলে দেন- রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ এআই তারেক, প্রচার সম্পাদক নুর হোসেন,দপ্তর সম্পাদক মোঃ ফয়েজ, সমাজসেবা বিষয়ক সম্পাদক স্রীবাস মজুমদার প্রমুখ। রিপোর্টার্স ক্লাব সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব জানান করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সরকারি নির্দেশনা মোতাবেক সকল শ্রেণি পেশার মানুষের নিরাপদে ঘরে অবস্থান নিশ্চিত করা প্রয়োজন। কিন্তু ঘরে বসে থাকলে তো দিনমজুর, রিকশাচালক ও ভিক্ষুকসহ হতদরিদ্র পরিবার গুলো না খেয়ে থাকতে হচ্ছে। তাই কমলনগর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সদস্যদের সাধ্যমত অর্থায়নে খাদ্য সহায়তা দিয়ে অসহায়দের ঘরে থাকা নিশ্চিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার পর থেকেই জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে কমলনগর রিপোর্টার্স ক্লাব।