সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ একদিকে করোনা ভাইরাস আরেকদিকে মাহে রমজান মাস তাই দ্রব্যমুল্য স্থিতিশীল ও মধ্যবিত্ত নিম্মবিত্ত মানুষদের ক্রয় ক্ষমতার নাগালে রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন উপজেলা প্রসাশন। ছাগলনাইয়া পৌর শহরে জমদ্দার বাজারে দ্রব্যমুল্য স্থিতিশীল রাখতে ও করোনা রোধে সামাজিক দুরত্ব ও গণজমায়েত সৃষ্টির রোধে ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাহিদা আক্তার তানিয়া সোমবার (২৭ এপ্রিল) এ অভিযান পরিচালনা করেন। এই অভিযানের ম্যাজিষ্ট্রেট নাহিদা আক্তার তানিয়া জানান, ছাগলনাইয়া পৌরসভার জমদ্দার বাজারে সরকারী নির্দেশ অমান্য করে ও দোকান খোলা রেখে গণজমায়েত সৃষ্টি করায় ৬ জন দোকানিকে মোট ৬,৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখা ও গনজমায়েত না করতে জনসাধারণকে সচেতন হওয়ার আহবান জানান।