দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১৮ জন আক্রান্ত হয়েছেন। আর একদিনে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে ভাইরাসটিতে ১৪৫ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ জনে।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
করোনায় মৃতদের একজন ১০ বছরের কম বয়সী শিশু রয়েছে। জানা গেছে, শিশুটি আগে থেকেই অসুখে ভুগছিল। তার কিডনিজনিত সমস্যা (নেফ্রোটিক সিনড্রোম) ছিল।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।