ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মজা নেওয়ার জন্য সরকারি পরিসেবায় ফোন,আটক স্কুল ছাত্র-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
এপ্রিল ২১, ২০২০ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রের মিথ্যা প্রচারণায় বিভ্রান্তিতে পড়তে হয়েছে পুলিশকে। মজা নেওয়ার জন্য ওই ছাত্র সরকারের বিভিন্ন পরিসেবা নম্বরে বারবার ফোন দিয়ে নিজেকে করোনা রোগী পরিচয় দিয়েছে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ওই ছাত্রকে উপজেলার টলটলিয়া পাড়া থেকে আটক করা হয়।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আটক স্কুল ছাত্র মজা নেওয়ার জন্য সে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সরকারের বিভিন্ন পরিসেবা নম্বরে ফোন করে বিভ্রান্তি করেছে। তার মোবাইল ফোনের সিডিআর পর্যালোচনা করলে দেখা যায় ৬ এপ্রিল হতে ২০ এপ্রিল পর্যন্ত সে সরকারী টোল ফ্রি ৩৩৩ নম্বরে ৩১৬ বার, ১৬২৬৩ নম্বরে ৬৩ বার, ১০৬৫৫নম্বরে ৪০ বার, ১০৯ নম্বরে ৩১ বার এবং ৯৯৯ এ ২৩ বার কল করে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করেছে।

তার এই মিথ্যা তথ্য প্রদানের কারণে মাঠ পর্যায়ে কর্মরত পুলিশসহ প্রশাসনকে হয়রানির শিকার হতে হয়েছে। এ বিষয়ে আটক স্কুল ছাত্রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Don`t copy text!