মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের ৪টি ওয়ার্ডে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর মহাসচিব ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ আব্দুস সালামের ত্রাণ সহায়তা প্রদান ৷ শনিবার ১৮ এপ্রিল বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির মাধ্যমে কালমেঘ ঈদগাঁহ মাঠে দুওসুও ইউনিয়নে ১০০ পরিবারকে চালসহ নিত্য প্রয়োজনীয় খাবার অনুদান পাঠান ৷ এসময় উপজেলা বিএনপির নেতৃবর্গ সকলকে ঘরে ও সচেতন থাকতে বলেন এবং করোনা ভাইরাস মোকাবেলায় সকল দলের ঐক্য গড়ে তোলার দাবী জানান ৷হতাশ না হয়ে সাবধানতা অবলম্বন করতে বলেন তারা ৷ তারা আরো বলেন, ডাঃ আঃ সালাম সাহেব এভাবে উপজেলার প্রতিটি ইউনিয়নে ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সহযোগিতা করবেন ৷ এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চোধুরী, সিনিয়র সহ-সভাপতি ডাঃ তোফাজ্জল, সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আবেদুর রহমান ও দুওসুও ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলামসহ বিএনপির নেতৃবর্গ ৷