সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ৩ হাজার কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারের জন্য পোর্টল্যান্ড গ্রুপের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রৌশন ফকির দরগাহ ঈদগাঁহ মাদ্রাসায় ময়দানে মরহুম সোলতান আহমেদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মিজানুর রহমান নিজ ইউনিয়নের করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ও মধ্যবিত্ত মানুষের অবস্থার কথা বিবেচনা করিয়া এ খাদ্য সামগ্রী বিতরনের সিদ্ধান্ত নেন। এ সময় উক্ত খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের, মহমায়া ইউপি চেয়ারম্যান ও মহামায়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মহামায়া ইউপি সদস্য মামুনুল হক পাটোয়ারী, পোর্টল্যান্ড গ্রুপের সিনিয়র অফিসার আব্রাউল হোসেন রিয়াজ, হিসাব রক্ষক নুরুল আলম মজুমদার, রৌশন ফকির মসজিদের খতিব মাওলানা আমির হোসেন চৌধুরী, ঈদগাহ জামে মসজিদের খতিব হাফেজ বেলাল আহমেদ, রৌশন ফকির হাফেজিয়া মাদ্রাসার সুপার আবদুল হক নোমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য নুরুন নবী। মহমায়া ইউপি চেয়ারম্যান ও মহামায়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী গনমাধ্যমকে জানান, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মিজানুর রহমান সবসময়ে অত্র ইউনিয়ন বাসি সহ দেশের অসহায় গরীব মানুষের পাশে সবসময়ে দাঁড়ান। করোনা ভাইরাসের প্রার্দুভাবে সাধারণ মানুষ যখন কর্মহীন হয়ে পড়েছেন এবং মধ্যবিত্ত পরিবারগুলো যেই সময়ে কারো কাছে কিছু লোক লজ্জার ভয়ে হাত পারতে পারছে না, এমন মানুষদের দুঃখের কথা বিবেচনা করিয়া অত্র ইউনিয়নের ৩ হাজার মানুষের জন্য এ খাদ্যসামগ্রী পাঠিয়েছেন। বিশাল মনের অধিকারী আলহাজ্ব মিজানুর রহমান ভাই । আমরা ইতিমধ্যে ১ হাজার খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আজকে ২ হাজার খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছি। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, যাহাতে এ ভাইরাসটি চলে যায়। আমরা যেন আবারো সুস্থ ও সুন্দর পরিবেশে বসবাস করতে পারি।