আকাশ সরকার রাজশাহী ব্যুরোঃ
নিষিদ্ধ জগতে অস্ত্রের পর মাদকই সবচেয়ে লাভবান ব্যাবসা। পুরো পৃথিবীর এমন মহামারী ও সংকট পুন্য মুহুর্তেও সেটি পিছিয়ে নেই।বিশেষ করে ফেনসিডিল ও ইয়াবা।
সত্যি বলতে অঞ্চল ভেদে সমগ্র বাংলাদেশে এর বিস্তার ও ভয়াবহতা।
আমাদের সমাজের কিছু মানুষ এই মাদকের সাথে জড়িত -তারা অধিক মুনাফা লাভের জন্য নিজ অঞ্চলে এটাকে প্রতিষ্ঠিত করেছে।।গড়ে তুলেছে মাদক সিন্ডিকেট।
মাদক সর্বগ্রাসী হলেও এর নিয়ন্ত্রণ ব্যাবস্থা জোরদার করা সম্ভব হচ্ছে না।গডফাদার গুলো ধরাছোঁয়ার বাইরে থেকে ঠকঠক করছে -আর ধরা পরছে ক্ষুদ্র ব্যাবসায়ীরা।।
কেননা অপরাধী রা প্রভাবশালী রাজনৈতিক নেতা ও দলের কোলে বসে থাকা রাঘব বোয়াল।।প্রজন্ম ধ্বংস করা রাঘব বোয়াল।
এরা নিজের অবস্থান পাকাপোক্ত করতে মাদকের দিকে ঠেলে দিচ্ছে তরুন প্রজন্মকে এবং সম্পৃক্ত করছে নানাবিধ কুকর্মের সাথে।
সত্যি বলতে দেশের এই ক্লান্তি লগ্নেও থেমে নেই এদের অসৎ কর্মকান্ড।।
দেশের এই করুন অবস্থা কে কাজে লাগিয়ে এলাকাতে বহিরাগতদের প্রবেশ নিশ্চিত করছে এই গোষ্ঠী বিষয়টি বর্তমান পেক্ষাপট অনুযায়ী হতাশাজনক এবং কষ্টদায়ক।
এখন প্রয়োজন সমাধান ও সঠিক উদ্যোগ নেওয়া।মাদক দ্রব্যের চাহিদা ও ক্ষতি কমাতে শুধু সচেতনতা সৃষ্টি যথেষ্ট নয় –
চিহ্নিত করতে হবে এসকল মাফিয়া দের ভেঙে চুরমার করে দিতে হবে এদের সিন্ডিকেট।
দেশের এই পরিস্থিতিতে যারা নিজ এলাকাতে মাদকের বিস্তার ঘটাচ্ছে তাদের পরিচয় উন্মুক্ত করতে হবে জাতির কাছে এবং আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে।
সর্বশেষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই হোক সে নেতা কিংবা ক্ষমতাধর কোন ব্যাক্তি ; সে কিন্তু রাষ্ট্রের চেয়ে বড় নই।
রাষ্ট্র এবং সমাজকে বাঁচাতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।