নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ নান্দাইল সদরে করোনা আক্রান্ত ২ ফার্মেসী মালিক এমন গুজবে আতঙ্ক বিরাজ করছে । গত ২ দিন এমন গুজবে আতঙ্কিত মানুষজন। জানা যায় রামগোপাল ফার্মেসী ও ডে নাইট ফার্মেসীতে ১২ জন কর্মচারী কাজ করতো। করোনা পরিস্থিতিতে কর্মচারী যার যার বাড়িতে চলে যায়। ডে নাইট ফার্মেসীর মালিক শুভ রন্জন সাহা এমন অবস্থায় বাধ্য হয়ে বন্ধ রাখেন দোকান। অন্য দিকে রামগোপাল ফার্মেসীতেও কর্মচারী চলে যাওয়ায় মালিক রন্জন কুমার সাহা একটা শাটার খুঁলে নিজে এবং তার দুই ছেলেকে নিয়ে অর্ধ বেলা পর্যন্ত ফার্মেসীতে বসে ঔষধ বিক্রি করছে। কিন্তু দোকান বন্ধ থাকায় কিছু কুচক্রী মহল নান্দাইলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়েছে দুই ফার্মেসীর মালিকের করোনা আক্রান্ত হয়েছে। এতে নান্দাইলের বিভিন্ন জায়গায় আতঙ্ক বিরাজ করছে। রামগোপাল ফার্মেসীর রন্জন কুমার সাহার ছেলে দীপ্ত কুমার সাহা অভিযোগ করে বলেন – আমাদের ব্যবসায়ে ঈর্ষান্বিত হয়ে কিছু কুচক্রী মহল এমন গুজব রটাচ্ছে।আর তা মানুষের মুখে মুখে রটে গেছে। আমাদের কর্মচারী চলে যাওয়াতে ডে নাইট ফার্মেসী বন্ধ রাখা হয়েছে সাময়িক তবে আমাদের ফার্মেসী খোঁলা থাকে অর্ধ বেলা পর্যন্ত। আমি এবং আমার পরিবারের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। আমরা সবাই সুস্থ আছি। গতকাল ফেসবুকে লাইভে এসেও দীপ্ত সাহা নান্দাইল বাসীকে উদ্দেশ্য করে বলেন আমরা সুস্থ আছি আপনারা সবাই সচেতন হন গুজবে কান দিবেন না। গুজবে আতঙ্কিত হবেন না। আমরা সরকারী সব নির্দেশনা মেনে ফার্মেসী পরিচালনা করছি। গুজবের ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।