ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
এপ্রিল ১৬, ২০২০ ৫:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

মো: মাসুদ রানা,কচুয়া প্রতিনিধি ঃ
কচুয়ায় ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি আঘাতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার দুপুর ও মধ্যরাতে এ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়।
ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বোরো ধানসহ শস্য ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। কৃষি সম্প্রসারন মতে এবছর কচুয়াতে ১২ হাজার ২১০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করা হয়েছে। শিলা বৃষ্টিতে বোরো ধান কালো আকারে ধারন করেছে। কৃষকরা একদিকে করোনায় সংকটাপন্ন সময় কাটাচ্ছেন অন্য দিকে কীভাবে এ ক্ষতি কাটিয়ে উঠবেন সেটা এখন চিন্তার বিষয়।
স্থানীয় বিল্লাল,মিজান ও সাজু নামের কয়েকজন কৃষক জানান, এবছর ঋনের টাকা নিয়ে বোরো ধানের আবাদ করেছি। ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টি হওয়াতে নষ্ট হয়ে গেছে অধিকাংশ জমি। আমরা এখন কীভাবে ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠব তা ভাবতে পারছিনা।
কচুয়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সন্তোষ চন্দ্র দেবনাথ বলেন, দুপুরে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়েছে। এতে বোরো ধানের ছড়া বের হয়েছে সে সকল ধানের ক্ষয় ক্ষতি হয়েছে। ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে কৃষি কর্মকর্তারা মাঠে খোঁজ খবর নিচ্ছেন।

Don`t copy text!