করোনা ভীতি আমার চোখে জল এনেছে বিনা কারণে। আমার শুধুই যে জ্বর, সামান্য পেশার আর- দীর্ঘ দিনের ডায়াবেটিস সব মিলিয়ে করোনা ভাইরাস আমাকে যেন আতঙ্কিত করেছে। আজ জীবনাকাশে একি কঠিন বাজ হেনেছে বিনা কারণে। দিনে দিনে দিন ফুরায়, রাত এসে আঘাত হানে, কি মুল্য দিতে হবে আমায় জানি না- ১০৫ ডিগ্রি জ্বর, কখনো কখনো চাদর মুড়ি দিয়ে কাঁপতে হয় জ্বর তো হয় তা তো নতুন নয়, কিন্তু করোনা ভাইরাসের ভয় আমায় লকডাউন করেছে। অবশ্যই- বিনা কারণেই সে যে আমায় চিনে নিলোই কি নিলোনা, আমি জানবো কি করে। এ জীবনে অনেক যতন করে যা প্রেমের বীজ বুনেছি তা কি বিফলে যাবে। আমি তো খুঁজি কারণ মন আমায় করে বারণ, কোথায় যাই কি যে খাই, পাই বা না পাই তবুও খাই, যে যা বলে তাই। মন আমার আজ কেন সেই আগুনে জ্বলে। আমি যে অনেক উপদেশ পাই প্রিয় বন্ধুদের কাছে, তাতে কিছুটা শস্তি মিলে। আমার আছে ”টেলিভিশন, পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল” কিংবা আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী সহ কাছের প্রিয়- ভাই ও বন্ধু।তাদের মজার কিছু উপদেশে আমার শান্তি মিলে। সবাই আমাকে প্রানখুলে সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন ভাই
লেখক: নজরুল ইসলাম তোফা, টিভি ও মঞ্চ অভিনেতা, চিত্রশিল্পী, সাংবাদিক, কলামিষ্ট এবং প্রভাষক