সুভাস দাস ( পটুয়াখালী) জেলা প্রতিনিধি : দৈনিক বাংলার অধিকার :পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের মেম্বারের বাসা থেকে সরকারি ত্রাণের চাল উদ্ধার করা হয়। ত্রাণের চাল সংগ্রহ করার অপরাধে তাকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বাউফল উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. আনিচুর রহমান বালী বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে আটককৃত মোসা. লিপি (৪০) বেগম মহিলা মেম্বারের পাশাপাশি সেখানকার মহিলা লীগের সভাপতি। তার স্বামীর নাম কবির হোসেন।
ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আনিচুর রহমান বালী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তখন ইউপি সদস্য লিপি বেগমের ঘর থেকে অবৈধ ভাবে রাখা ৪ বস্তা সরকারি ত্রাণের চাল, ১ বস্তা ভিজিডির চাল এবং ৩টি খালি বস্তা উদ্ধার করা হয়। সময় তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।