মো: মাসুদ রানা,কচুয়া প্রতিনিধি:
করেনা ভাইরাসের প্রাদুর্ভব মোকাবেলায় গ্রামীণ হাট-বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করা প্রয়োজন।
করোনা ভাইরাসের সংক্রমণরোধে গ্রামীণ কাঁচা বাজারগুলো তুলনামূলকভাবে খোলা স্থানে স্থানান্তর করা হলে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে সরকার।
এ প্রেক্ষিতে চাঁদপুরের কচুয়ায় করেনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে পালাখাল বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করতে দেখা গেছে। তবে নিশ্চিত করতে গ্রামীণ হাট-বাজার, কাঁচা বাজারগুলো পাশের স্কুলের মাঠ, খোলা মাঠ এবং খোলা জায়গায় স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার কয়েকটি খোলা বাজার ঘুরে দেখা যায় কিছুটা সামজিক দূরত্ব বজায় থাকলে সাচার বাজারে তেমন কোনো দূরত্ব বজায় রাখছেন না। দেদারছে নিত্য প্রয়োজনীয়সহ সকল দোকানপাট খোলা হচ্ছে।