ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা,রাসিক মেয়রের এাণ তহবিলে ২১৫০কেজি চাল উপহার – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
এপ্রিল ১৫, ২০২০ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আকাশ সরকার রাজশাহী ব্যুরোঃ

করোনা মহামারীর শুরু থেকেই শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা কমর্হীন অসহায় মানুষের সহযোগিতায় ত্রাণ নয় বরং উপহার প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার কমর্হীন দুঃস্থ মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে রাসিক মেয়রের তহবিলে ২১৫০ কেজি চাউল আজ প্রদান করেন। আজ নগর ভবনে মেয়র মহোদয়ের কক্ষে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক।

জনাব মোঃ মোহসিন আলী, রাসিক এর সফল মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এর কাছে চাল জমাদানের রশিদ হস্তান্তর করেন। এসময় সংস্থার উর্ধতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।মেয়র মহোদয় ‘শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার’ ভূয়সী প্রশংসা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন, এবং পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে মোহনপুর উপজেলার সইপাড়া, গাংগোপাড়া, কেশরহাট ও সিন্দুরী গ্রামের অসহায়-দুঃস্থ প্রায় তিন শতাধিক মানুষের হাতে খাদ্য সামগ্রী যেমনঃ চাল,ডাল,তেল,লবন,সাবান বিতরণ করা হয়। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উক্ত বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আয়েন উদ্দিন এমপি,ও রাজশাহী মহানগর দায়রা জর্জ কোর্টের পি পি এডভকেট সালাম, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহোদয় মোঃ মোহসিন আলী ও উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোছাঃ সানজিদা রহমান। এছাড়াও ভিন্ন কয়েকটি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র, মোহনপুর থানার অফিসার ইনচার্জ সহ গুনী ব্যক্তিবর্গ। এসময় উপস্থিত সকলেই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার লক্ষ্যে করনীয় বিষয় সমূহ নিয়ে আলোকপাত করেন।

Don`t copy text!