ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী পুঁঠিয়া সেই রুগীকে ইউ,এনওর বাংলা খাবার উপহার- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
এপ্রিল ১৫, ২০২০ ৫:২১ পূর্বাহ্ণ
Link Copied!

আকাশ সরকার রাজশাহী ব্যুরোঃ

জেলার পুঠিয়ার সেই করোনাভাইরাস আক্রান্ত রোগী হাসপাতাল নয় তার বাড়ীতে চিকিৎসা নেয়া অব্যাহত থাকায় স্থানীয় ইউএনও ওয়ালিউজ্জামান রোগীর বাড়ীতেই পৌঁছিয়ে দিলেন বাংলা খাবার উপহার।
মানবিক দৃষ্টান্ত প্রদর্শন সহ অই রোগীকে বাংলা নববর্ষ ১৪২৭’র শুভেচ্ছাও জানালেন তিনি।
বাংলা খাবারের মধ্যে ছিল কুমড়া,শশা,পটল,লালশাক,
করলা,লাউ,পাকা কলা ইত্যাদি।
নিত্যপ্রয়োজনীয় জিনিসের মধ্যে ছিল চাল,ডাল,তেল।করোনা দ্রব্যাদির মধ্যেছিল মাস্ক,হ্যান্ড গ্লোবস,সেনিটাইজার,গামছা ইত্যাদি।
সর্বমোট ৩১ প্রকার জিনিস ছিল বলে স্থানীয় শাহ সোহানুর রহমান জানিয়েছে।
অই সব জিনিস রোগীর বাড়ির দরজায় রেখে চলে যাওয়ার পর ইউএনও জনাব ওয়ালিউজ্জামান বাংলা নববর্ষের শুভেচ্ছা,বাংলা খাবার,বাংলা দ্রব্যাদি ও বাংলা ভালবাসা প্রেরন মোবাইল’র মাধ্যমে সম্পন্ন করেন।

Don`t copy text!