ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মানবতার কল্যানে পাশে দাঁড়িয়েছেন ছাগলনাইয়া ফ্রেন্ডস ফাউন্ডেশন ১৯৯৭- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
এপ্রিল ১৫, ২০২০ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংকটে কর্মহীন খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়’র ১৯৯৭ সালের শিক্ষার্থীরা।

বুধবার (১৫ এপ্রিল) কর্মহীন ঘরবন্দী মানুষ ও সড়কে ছিন্নমুল মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়’র ১৯৯৭ সালের শিক্ষার্থী সেপাল নাথ’র নেতৃত্বে ছিন্নমুল খেটে খাওয়া মানুষ ও বিভিন্ন অলি গলিতে বসবাসরত কর্মহীন শ্রমিকের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

“ফ্রেন্ডস ফাউন্ডেশন ১৯৯৭” এর অর্থায়নে ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ১ পিস সাবান।

ফ্রেন্ডস ফাউন্ডেশন “৯৭ এর বন্ধুরা জানান, করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতির ফলে খেটে-খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের পাশে দাঁড়ানো নির্দেশ অনুযায়ী ফ্রেন্ডস ফাউন্ডেশন’র সকল বন্ধুরা সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়ে মানবতার কল্যানে দু’হাত বাড়িয়ে দিই কর্মহীন মানুষের জন্য আমাদের এই সামান্য আয়োজন। তারা বাইরে কাজে আসতে পারছেন না। ফলে পরিবারের সবাই অনেকটাই মানবেতর জীবনযাপন করছে। তাই আমরা তাদেরকে সহযোগীতা করার জন্য এই উদ্যোগ নিয়েছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ফ্রেন্ডস ফাউন্ডেশন “৯৭ এর বন্ধুরা আরে বলেন, করোনার প্রভাবে খেটে খাওয়া মানুষ ঘরবন্দি অবস্থায় জীবনযাপন করছেন। এ অবস্থা বিবেচনা করে আমাদের ক্ষুদ্র প্রয়াসে ছিন্নমূল কর্মহীন অসহায় মানুষদের জন্য কিছু করার চেষ্টা করেছি। সবার প্রতি বিনীত অনুরোধ এই মহাসংকটে আপনারাও মানুষের পাশে দাঁড়ান। যতদিন পর্যন্ত করোনা দুর্যোগ শেষ না হবে ততদিন পর্যন্ত দরিদ্র মানুষের পাশে তাদের এ মহতি কার্যক্রম চালিয়ে যাবে বলেও প্রতিশ্রুতি দেন।

Don`t copy text!