শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের মারপিট, সাংবাদিকসহ আটক ৪- দৈনিক বাংলার অধিকার

অধিকার ডেক্স / ২৩৫ সংবাদটি পড়েছেন
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ৬:০৩ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

এমনি তো করোনার ভয়ে মানুষ আতংকিত তারপরে আবার ভূয়া ডিবি পুলিশের কারণে নির্যাতনের শিকার৷

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের ‘মারপিট’ করে টাকা লুটের অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার ১৩ই এপ্রিল বিকালে লাহিড়ী হাটে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান।

আটকৃতরা হলেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আঃ সবুর (২৯), সাংগঠনিক সম্পাদক সুমন (২৮) ও উপজেলা শহরের রাহাত (১৯), ও গ্রিনলাইনপাড়ার আবু সালেক (২৪)।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি হাবিবুল হক প্রধান বলেন, জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় বিকাল ৫টার মধ্যে দোকান বন্ধ না করে লাহিড়ী হাটে ব্যবসায়ীরা দোকান করছিলেন।
“বিকাল ৩টার দিকে ৭-৮টি মোটরসাইকেলে করে একদল যুবক লাহিড়ী হাটে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীদের দোকান বন্ধ করতে বলে। কিন্তু ব্যবসায়ীরা দোকান বন্ধ করতে না চাইলে ওই যুবকরা লাঠিসোটা দিয়ে হাটের ব্যবসায়ীদের বেধরক মারপিট শুরু করে।”

ওসি আরো বলেন, এতে ব্যবসায়ীরা দোকানপাট ফেলে রেখে পালিয়ে যান। এ সময় ওই যুবকরা ব্যবসায়ীদের দোকানের ভেতরে রাখা টাকা লুট করে নিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন রাহাত, সুমন, আবু সালেক ও সবুরকে আটক করে পুলিশে খবর দেয়।

পরে ঘটনাস্থল থেকে ওই চার যুবককে আটক করে থানায় আনা হয় বলে ওসি জানান।

স্থানীয়রা জানান, এ ঘটনার পর ঘটনাস্থলে শত শত মানুষ ছুটে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

লাহিড়ীহাটের ব্যবসায়ী সাবুল ইসলামসহ বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, সাতটি মোটরসাইকেলে দুইজন করে ১৪ জন যুবক লাঠিসোটা নিয়ে আকষ্মিকভাবে বাজারে এসে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের চাপ প্রয়োগ করে দোকান বন্ধ করতে। রাজি না হলে তারা ব্যবসায়ীদের বেধরক পেটায় এবং তারা অনেক ব্যবসায়ীর দোকানে থাকা টাকা লুট করে নিয়ে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় চার জনকে আটক করা হয় এবং অন্যরা পালিয়ে যায়।

প্রত্যেক্ষদর্শী আল মামুন বলেন, আমার উপস্থিতিতে এমন বর্বর ঘটনা ঘটাইছে তারা এবং আমিও ভয়ে দৌড় দেয় ৷

তিনি বলেন, আটকৃত চারজনের মধ্যে দুজন আঃ সবুর ও সুমন আবার বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়েও মানুষকে ভয় ভীতি দেখিয়েছে ৷ তাদের সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি ৷

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন বলেন, “জেলা লকডাউন করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে আমি, পুলিশ ও সেনাবাহিনী নিয়মিত ব্যবসায়ীসহ সাধারণ মানুষদের সাথে ভাল আচরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, সেখানে এ ধরনের ঘটনা আসলেই দুঃখজনক। আটক যুবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি হাবিবুল হক প্রধান।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!