মোঃইব্রাহিম খলিল পন্ডিতঃ
১৩ এপ্রিল সোমবার চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলা একঝাঁক তরুন মেধাবীদের মানবতার কাজে নিজেদের নিয়োজিত করার জন্য, সমাজে অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কে সেবা প্রধানের মাধ্যমে অংকুর রক্তদান সংস্থা নামে সামাজিক সংগঠন গড়েউঠে।সে মেধাবী যুবকরা দেশের প্রাকৃতিক সমস্যা মহামারি করোনায় ভাইরাসের মোকাবিলার মাধ্যমে জনসাধারনের পাশে প্রয়োজনীয় সেবা প্রধানের লক্ষ্য শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার জনাবা শিরিন আক্তার (UNO) কাছ থেকে উক্ত সংগঠনের সাধারন সম্পাদক শুকুর আলম মায়াজের নেতৃত্বে প্রজেক্ট”ওরা ১৫ জন”নামে সেচ্ছাসেবী টিমকে সংকট কালীন ত্রাণ তৎপরতা,চিকিৎসা সহায়তা, প্রয়োজনীয় সামগ্রী পৌছিয়ে দেওয়া,সচেতনতা তৈরি ও পরিস্থিতির আলোকে কাজ করার অনুমতি প্রদান করেন।
সাক্ষাৎ কালীন uno সংক্ষিপ্ত বক্তব্য বলেনঃ-জাতীর এই কঠিন পরিস্থিতিতে অংকুর রক্তদান সংস্থার প্রজেক্ট “ওরা ১৫ জন” সংগঠনের সদস্যা বৃন্দু জীবন যুদ্ধে তোমরা সেচ্ছায় এগিয়ে এসে দেশের যুব ও বিভিন্ন রাজনৈতিক,সমাজিক সংগঠনের কাছে প্রশংসার দাবিদার হয়ে উঠেছো।এসময় তিনি আরো উৎসাহ, উদ্দীপনা ও অনুপ্রেরণা দেন এবং দোয়া করার মাধ্যমে বিদায় জানান।