সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
বিশ্বব্যাপি করোনা ভাইরাসের মহামারী সংক্রমণের কারণে সৃষ্ট দূর্যোগে সারাদেশের ন্যায় ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১ টি পৌরসভা সহ ৫ টি ইউনিয়নে হতদরিদ্র প্রান্তিক শ্রমজীবী মানুষগুলোও কর্মহীন হয়ে পড়ে।
এসময় দুঃস্থ, অসহায়, দিনমজুর, খেটে-খাওয়া মানুষের পাশে ভালোবাসার দু’হাত বাড়িয়ে দিয়েছেন ছাগলনাইয়া উপজেলার পূর্ব বাঁশপাড়া গ্রামের কৃতি সন্তান মানবতার ফেরিওয়ালা, মানবতার তূর্যবাদক হিসেবে নীরবে খ্যাত অর্জনকারী, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, উপজেলা যুবদল নেতা আলহাজ্ব হাফেজ সোহরাব হোসেন। জনদরদী আলহাজ্ব হাফেজ সোহরাব হোসেন নিজ গ্রাম সহ উপজেলা পৌরসভা ও উপজেলা ৫ ইউনিয়নে প্রায় কয়েক শতাধিক কর্মহীন শ্রমজীবি মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
জানাগেছে, আলহাজ্ব হাফেজ সোহরাব হোসেন গত ৭ এপ্রিল ২০২০ইং থেকে ১১ এপ্রিল ২০২০ ইং পর্যন্ত টানা পাঁচ দিন উপজেলার পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে কর্মহীন শ্রমজীবি মানুষদের হাতে হাতে ত্রান সামগ্রী বিতরণ করেছেন। যদিও এই ত্রান সামগ্রী বিতরণ কালে লোক চক্ষুর আড়ালে ছিলেন। লোক চক্ষুর আড়ালের বিষয়ে জানতে চাইলে আলহাজ্ব হাফেজ সোহরাব হোসেন দৈনিক বাংলার অধিকার ও দৈনিক স্বদেশ বিচিত্রা ছাগলনাইয়া প্রতিনিধিকে জানান, আমি সবসময় দান করলে সবার আড়ালে থেকে করতে পছন্দ করি। ছাগলনাইয়াবাসির অসহায় মানুষের পাশে আছি, থাকব। আগামীতেও ইনশাআল্লাহ্ এই ত্রান সামগ্রী অব্যাহত থাকবে।