শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

করোনার মহামারীতেও বসে নেই শাহরাস্তির জনপ্রতিনিধিরা-দৈনিক বাংলার অধিকার

অধিকার ডেক্স / ৩০৮ সংবাদটি পড়েছেন
প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ৬:৪৯ পূর্বাহ্ণ

মাহমুদুল হাসানঃ দেশে চলমান পরিস্থিতি সকলে যখন ঘরে বসে নিশ্চিন্তে পরিবারের পিছনে সময় দিচ্ছেন, তখন একদল মানুষ জনগণের জন্য দিন ও রাত পরিশ্রম করে যাচ্ছে। সরকারের সকল সেবা জনগণকে সঠিকভাবে প্রদানের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েও কাজ করে যাচ্ছে তারা। শাহরাস্তি পৌরসভার মেয়র ও ১০টি ইউনিয়নের চেয়ারম্যান নিজ কর্মদক্ষতা ও বুদ্ধিমত্তা দিয়ে জনগণকে দ্রুত সেবা প্রদান করার চেষ্টা করছেন। নিজের মৃত্যু ঝুঁকির তোয়াক্কা না করে পরিশ্রম করে যাচ্ছে সমাজে অবহেলিত জনগোষ্ঠীর জন্য। সরকারী ত্রাণ বিতরণ, করোনা বিষয়ে বাজার ও গ্রামে সকলকে সচেতনতা করা, বহিরাগতদের লকডাউন নির্দেশনা প্রদান ও তাদের খোঁজ খবর নেওয়া, হতদরিদ্রদের খাবার ঘরে পৌঁছে দেয়া, পাড়া ও মহল্লায় জীবাণুনাশক ছিটানো ও উপজেলা প্রশাসন হতে দেওয়া নির্দেশনা বাস্তবায়নে তারা এই ক্রান্তিলগ্নে সচেষ্ট ভূমিকা রাখছেন। অনেক জনপ্রতিনিধি নিজ উদ্যোগেও ত্রান বিতরণ করছেন। শাহরাস্তির পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, টামটা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম ভূঁইয়া, টামটা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি, মেহের উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনির হোসেন, মেহের দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান সফি আহমেদ মিন্টু, রায়শ্রী উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সেলিম পাটোয়ারী, চিতোষী পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জোবায়েদ কবির উল্লেখযোগ্য কাজ করে যাচ্ছেন। তাদের আত্নত্যাগ ও জনগণের নিকট দায়বদ্ধতা সকলের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফোনে খবর পেলেই ছুটে যাচ্ছেন হতদরিদ্র ও অসহায় মানুষদের ঘরের দরজায়। নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছেন তাদের জন্য৷ সকলকে করোনা সতর্কতা পালনের জন্য নিজেরা হাতজোড় করে অনুরোধ করছেন৷ বহিরাগতদের ঘরে থাকার নির্দেশনা প্রদান ও তাদের পরিবারের খোঁজ রাখছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্কতামূলক বার্তা ও সরকারি প্রজ্ঞাপনের বিভিন্ন বিষয় শেয়ার করে জনগণকে তথ্য প্রযুক্তির সহায়তায় সঠিক তথ্য প্রদান করছেন এসব জনপ্রতিনিধি। দেশে যখন সকল দিকে চাল চোর ও দূর্ণীতির খবরে সকলে আশাহত। শাহরাস্তির কতিপয় জনপ্রতিনিধির কর্মকান্ডে সুশীল সমাজসহ সকল স্তরের মানুষ খুশী। তারা জনগণের জন্য চিন্তা করে এই দূর্যোগ মুহূর্তেও ঘরে বসে না থেকে জনগণের জন্যই কাজ করে যাচ্ছেন। শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ প্রতিবেদককে বলেন, দেশের সংকটময় মূহুর্তে আমি ঘরে বসে না থেকে মাননীয় সাংসদ সদস্য মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম সাহেবের দিক নির্দেশনায় সকলকে নিয়ে কাজ করছি। দলমত নির্বিশেষে আমি সকলকে নিয়ে সুষ্ঠুভাবে কাজ করার চেষ্টা করছি৷ টামটা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি বলেন, আমি জনগণের জন্য রাজনীতি করি। তারাই আমার অন্তপ্রাণ৷ তাদের ভালো ও মন্দ দেখার দায়িত্ব আমার উপর বর্তায়। তাই সচেষ্ট থেকে আমি আমার দায়িত্ব পালনে কোনো ক্রুটি রাখছি না। চিতোষী পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জোবায়েদ কবির জানান, দেশের সামগ্রিক চিত্রটা আমরা সকলেই জানি৷ প্রশাসনের নির্দেশনার বাহিরে আমরা কিছু করছি না। স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় আমাদের অতিবাহিত হচ্ছে এই সময়ে। আমরা নিজেরাও ভীতিকর অবস্থায় থাকলেও জনগণের জন্য কাজ করে তৃপ্তি পাই। দেশের ক্রান্তিলগ্নে জনপ্রতিনিধিদের এমন আত্নপ্রান মনোভাবের ব্যাপারে প্রবীণ ব্যক্তি আজগর বলেন, আমি আমার জীবনদশায় অনেক জনপ্রতিনিধি দেখেছি। তবে বর্তমান ক্রান্তিকালে এসকল জনপ্রতিনিধিরা সত্যিই জনগণের জন্য কাজ করে যাচ্ছে। তারা তাদের কর্মে দেখিয়ে দিচ্ছে, আসলেই তারা তাদের স্থানে কতটুকু যোগ্য।
এস ডি স্বপন

 


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!