মোঃবিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ মরণব্যাধি করোনা ভাইরাসে পৃথিবীর উন্নত দেশ গুলি হিমশিম খাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত করোনা প্রতিরোধে ব্যাপক কর্মসূচী নিয়েছে। লকডাউন,কারফিউ চলছে কুয়েতে।দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত ৯৯৩ জন আক্রান্ত ও ১জনের মৃত্যু হয়েছে। এ দিকে গতকাল ১০ এপ্রিল (শুক্রবার) করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকার কুয়েতকে বেশ কিছু চিকিৎসা সামগ্রী প্রদান করেছে।শুক্রবার ভোরে বাংলাদেশ থেকে কুয়েতের বিমান বাহিনীর একটি বিশেষ বিমান এসব চিকিৎসা সামগ্রী নিয়ে কুয়েত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।