ফায়সাল মাহমুদ::মহামারি করোনার প্রভাবে দেশ-বিদেশের লাখ লাখ মানুষ আজ কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। কর্মহীন হয়ে পড়েছে দিনমুজুর থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের চাকুরে ও ব্যবসায়ীরাও। এ সংকট মোকাবেলায় বড়লেখার কর্মহীন অমাবস্যার মতো অন্ধকারে দিশেহারা অসহায় মানুষের পাশে দাড়িয়েছে বড়লেখা পাবলিকেশন সোসাইটি।
সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহতাব আল মামুন এর উদ্যোগে ও প্রবাসী শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় সোমবার (৭ এপ্রিল) পুরো উপজেলার বিভিন্ন গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করে এ সংগঠন।
বিতরণপূর্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল আহাদ,স্থায়ী পরিষদ এর সমন্বয়ক খায়রুল ইসলাম, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান,সাধারণ সম্পাদক রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ তুহেল, সহকারী সাংগঠনিক সৈয়দ আব্দুস সামাদ,প্রচার সম্পাদক আব্দুল হালিম,অর্থ সম্পাদক মিজানুর রহমান। সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল আহাদ তার বক্তব্যে বলেন,পাবলিকেশন সোসাইটির মাধ্যমে বড়লেখা উপজেলার অসহায় দরিদ্রদের মধ্যে করোনা ভাইরাসের দুঃসময়ে সংগঠন যথাসাধ্য চেষ্টা করেছে অসহায় মানুষদের পাশে দাড়াতে এবং যে-সব প্রবাসী অর্থ দিয়ে সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয় সংগঠনের ভূয়সী প্রশংসা করেন তিনি।
ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান তার বক্তব্যে
উপজেলা জোরে এই খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়ার জন্য সোসাইটির প্রতিষ্টাতা চেয়ারম্যান মাহতাব আল মামুনের কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন, পাশাপাশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রবাসী যারা এই খাদ্য সামগ্রীতে আর্থিক সহায়তা প্রদান করে সহযোগিতা করেছেন