আহসান হাবীব জুয়েল রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুরে দেশে চলমান করোনা ভাইরাস মোকাবেলায় কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে মোহনপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে।মোহনপুরের কেশরহাটসহ ৪টি স্থানে সাপ্তাহিক হাট ।
গত শুক্রবার সকাল হাটবাজার বন্ধের জন্য প্রশাসনিক ভাবে ইজারাদারদের হাট বন্ধ করতে নোটিশ দেয়া হয়। এছাড়াও এলাকাজুড়ে হাটবাজার বন্ধ রাখতে মাইকিং করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে হাটবাজার না বসান সেজন্য সে জন্য ভোর রাত থেকে অভিযান চালান উপজেলা নির্বাহি অফিসার সানওয়ার হোসেন এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ।
এসময় শুধুমাত্র ফার্মেসি ছাড়া সকল প্রকার দোকান বন্ধ করে দেয়া হয়।
মোহনপুর উপজেলা নিবাহী অফিসার সানওয়ার হোসেন বলেন, করোনা ভাইরাস রোধে হাট বাজার গুলো লকডাউন ঘোষণা করা হয়েছে।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহমেদ জানান, জন সমাগম এড়াতে প্রতিটি হাটে পুলিশ মোতায়ন করা হয়েছে।