ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কমলনগর চর মার্টিনে মৃত শিশুটি করোনা আক্রান্ত ছিল না- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
এপ্রিল ৭, ২০২০ ৯:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজুলইসলাম লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর কমলনগরে চর মার্টিন গ্রামের গত ‍শনিবার ৪ এপ্রিল মারা যাওয়া ৪ বছর বয়সী শিশু ছেলে টি করোনাভাইরাসে আক্রান্ত ছিলো না। সোমবার সন্ধা বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের ।

তিনি জানান, মার্টিনের মৃত ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়নি। উপজেলায় মোট ৩ জন রোগীর নমুনা পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। ১জনের ফলাফল পেয়েছি। তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। এখনো পর্যন্ত উপজেলাতে কোন করোনা রোগী নেই।

উল্লেখ্য, চর মার্টিন ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ৪ বছর বয়সি এ শিশু ৩/৪ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। প্রথমে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতিতে নোয়াখালি হাসপাতালে নেওয়ার পথে শনিবার সকালে তার মৃত্যু হয়। পরে তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে আইইসিডিআর এ পাঠানো হয়। এ সময় তার বাড়ির ৬ টি পরিবারকে লকডাউন করা হয়েছে। মারা যাওয়ার পর থেকে পুলিশ মোতায়েন করা হয় ওই এলাকায়।

Don`t copy text!