সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বিশ্বব্যাপি মরনব্যাধি করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ছাগলনাইয়া জমদ্দার বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভুমি) নাহিদা আক্তার তানিয়া’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
পরিচালনাকালে জমদ্দার বাজারে কাঁচাবাজার ও বিভিন্ন দোকানে সরকারি আদেশ অমান্য করায় এগার দোকানিকে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও পথচারীসহ উপস্থিত লোকজনকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এবং মাস্ক না পরার কারনে সতর্ক ও সচেতন করা হয়। পরিচালনা করার সময় ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ সহ অন্যন্য পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার নাহিদা আক্তার তানিয়া জানান, করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলা প্রশাসনের এমন পরিচালনা অব্যাহত থাকবে।