ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ষাট পরিবারকে ত্রাণ দিল মানবতার সৈনিক >>dainikbanglarodhikar

প্রতিবেদক
admin
এপ্রিল ৩, ২০২০ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রভাবে নীলফামারীর সুবর্ণখুলী গ্রামে কর্মহীন হয়ে পড়া ৬০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে মানবতার সৈনিক সংগঠন।

শুক্রবার(৩ মার্চ) মানবতার সৈনিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

ত্রাণ বিতরণের বিষয়টি নিশ্চিত করে সংগঠনের সদস্য সুদেব রায় বলেন, করোনা ভাইরাসের প্রভাবে আমাদের গ্রামের দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষেরা যাতে ঠিক ভাবে খেতে পারে,সেজন্য আমাদের এ ত্রাণ বিতরণ।এতে প্রত্যেক পরিবারের জন্য পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি আটা, এক কেজি আলু, এক কেজি লবণ ও সাবান একটি করে দেয়া হয়।

তিনি আরো বলেন, করোনার প্রভাবে গ্রামে কর্মহীন হয়ে পড়া দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষের কাছে আমরা ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছি।প্রয়োজনে আরও ত্রাণ সামগ্রী আমরা দিবো।মানবতার সৈনিক বলতে গেলে এটা আমাদের পারিবারিক সংগঠন।আমরা এ সংগঠনের উদ্যোগে বিভিন্ন সময় সামাজিক কার্যক্রম করে থাকি।এবারও তার ব্যতিক্রম করিনি।

এসময় সংগঠনের সদস্য রনজিৎ রায়, বিমল রায়, মিনাল কান্তি রায়, দিপক রায়, সাগর রায়, সুদেব রায়, বিপু রায়, উজ্জ্বল, তাপস, তৌহিদুল, জিয়া, অপুর্ব রায় ও তপু রায়
উপস্থিত ছিলেন।

Don`t copy text!