নিজস্ব প্রতিনিধিঃ
বর্তমানে পুরো পৃথিবী করোনা ভাইরাসের কারণে একেবারেই স্তব্ধ,যার প্রভাব পরেছে বাংলাদেশেও গত কয়েকদিন যাবৎ পুরো দেশ লক ডাইন থাকার ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে গ্রামের খেঁটে খাওয়া,শ্রমজীবি,অসহায় পরিবার গুলো। এদের পাশে দাড়াঁতে রানীশংকৈল উপজেলার একঝাঁক তরুণ তরুণী সেচ্ছায় কাজ করে যাচ্ছে।
”মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য,মানবসেবায় হোক সকল মানুষের ধর্ম” এই স্লোগানকে সামনে রেখে মোঃ তাসির উদ্দীনের পরিচালনায়
আজ 3 ই এপ্রিল শুক্রবার ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার 3 নং হোসেনগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রায় অর্ধশতাধিক দিন মুজুর,খেটেঁ খাওয়া অসহায় পরিবারগুলোকে নিত্যপ্রয়োজনীয় খাদ্র সামগ্রী বিতরণ করা হয় এবং সতর্কতা মূলক প্রচারণা চালানো হয়।
এই পুরো কার্যক্রমে আর্থিকভাবে ও সেচ্ছায় শ্রম দিয়ে সহযোগিতা করেন রানীশংকৈল পল্লীবিদ্যুৎ অফিসে কর্মরত মোঃ নুরুল ইসলাম,বিশ্ব মানব কল্যাণ ফোরামের চেয়ারম্যান সাংবাদিক সোহাগ আলী,তাসির উদ্দীন, তানজিলা আক্তার, হৃদয় রানা, ইসমাঈল হোসেন, সাকিব খান, উজ্জল, আমিরুল ইসলাম,নাইম হোসেন বাপ্পী সহ অন্যান্যরা।
এই সময় আমাদের প্রতিনিধিকে পরিচালক তাসির উদ্দীন বলেন , আমরা আজ থেকে নিজেদের অর্থায়ানে ত্রাণ সহয়তা শুরু করলাম আমাদের সামর্থ্য অনুযায়ী আগামীতেও চেষ্টা করবো অসহায়দের পাশে থাকার এবং ভবিষ্যতে প্রতিটি দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন সময় অসহায় গরীব মানুষের পাশে থেকে দুর্যোগ মোকাবেলা করবো ইনশাআল্লাহ।
এছাড়াও স্মন্বয়ক তানজিলা আক্তার বলেন, আমরা আগামীতে আরো বিশাল ত্রান-সাহায্য কর্মসূচি পালন সহ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অসহায় মানুষের সেবার কার্যক্রম চালিয়ে যাব। এই কাজে আপনাদের দোয়া,সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।
এই সময় ত্রান সহায়তায়
চাউল,ডাল,আটা ,আলু, তেল, লবণ,পেয়াজ,সাবান,স্যাভলন সহ ইত্যাদি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এবং গ্রামের মানুষের মাঝে করোনা ভাইরাসের সতর্কতামূলক লিফলেট প্রচার করা হয়।