নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার নান্দাইলে মহামারি করোনা পরিস্থিতিতে বেকার গরীব তিন হাজার পরিবারের মাঝে খাদ্য প্রদান করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল ও আলু সহ খাদ্যের প্যাকেট তৈরি করে দরিদ্রদের বাড়ি বাড়ি পৌছে দেওয়া হচ্ছে। আর লাইনে দাড়িয়ে খাদ্য সহায়তা নিতে হবে না।
গরীবদের সুনির্দিষ্ট তালিকা প্রণয়ন করে তাদের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সহায়তা পৌছানোর ব্যবস্থা করা হচ্ছে।
নভেল কোভিড-১৯ সংকটময় পরিস্থিতিতে লকডাউনের কবলে পড়ে দরিদ্র কর্মহীন লোকদের জন্যই এ ব্যবস্থা করা হচ্ছে।
নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদীন খাঁন তুহিনের উদ্যাগে সরকারি বেসরকারি সহায়তায় এ আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
পৌরসভাসহ স্ব স্ব ইউনিয়নের জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীর মাধ্যমে এ সহায়তা পৌছে দেওয়া হচ্ছে বলে জানা গেছে।