শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, হার মানাবে আয়লা ও আমফানকেও কুড়িগ্রামে নির্বাচনে কঠোর অবস্থানে থাকবে পুলিশ, সহিংসতা হলে ছাড় পাবে না কেউ পাঁচবিবিতে পুকুরে মাছের পোনা অবমুক্ত করন জেলা পরিষদের সদস্যা নুরখাতুন এর নেতৃত্বে বাপি হালদারের সমর্থনে অভিষেক বন্দোপাধ্যায় এর সংগ্রাম পুরে নির্বাচনী প্রস্তুতি সভা রংপুরে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার,রংপুর এর আয়োজনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত আলোচনায় স্বাধীন বাবুর নতুন গান ‘পোড়া চোখ’ চাঁদপুরে ভুয়া ডিবি আটক ফরিদপুর শেখ হাসিনার সাবদেশ প্রত্যাবর্তন দিবন পালন স্বদেশ প্রত্যার্বতন দিবসে শেখ হাসিনাকে যুবলীগের নেতা সবুজ এর শুভেচ্ছা  কুড়িগ্রামে পুরুষ ও কিশোরদের সম্পৃক্তকরণ ও পরিবেশগত তত্ত্বাবধান বিষয়ে কর্মশালা  এসিলেন্ডের হস্তক্ষেপে কচুয়ার মনপুরা উত্তর বিলে ভেকু দিয়ে মাটি কাটা বন্ধ দাকোপ উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে গনসংযোগ করেছেন প্রার্থী আলহাজ্ব শেখ যুবরাজ মিরসরাইয়ে ইউপি চেয়ারম্যান গ্রেফতার মিন্টুর লাশ দুবাই থেকে দেশে আনতে পরিবারের আকুতি পাঁচবিবিতে চেয়ারম্যান প্রার্থী শিখার পক্ষে কাজ না করতে নেতাকর্মীদের জেলা বিএনপির নির্দেশ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

আমিরাবাদে মাত্র ২কিলোমিটার সড়ক পাকা করলেই বিশাল আঞ্চলিক সড়ক নেটওয়ার্ক সম্পন্ন হয়- দৈনিক বাংলার অধিকার

অধিকার ডেক্স / ৩৫৭ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ৫:১৩ পূর্বাহ্ণ

গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে:-

সোনাগাজী উপজেলার ৮নং আমিরাবাদ ইউনিয়নের সোনাগাজী – মুহুরীপ্রজেক্ট আঞ্চলিক মহাসড়কের বাদামতলী নামক স্থান থেকে, গুচ্ছগ্রাম (নদীভাঙ্গা) এলাকা পর্যন্ত মাত্র ২কিলোমিটার গ্রামীণ কাঁচা সড়ক (পানি উন্নয়ন বোর্ডের বেড়ীবাঁধ) পাকাকরণ করলেই সম্পন্ন হবে একটি জনগুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক নেটওয়ার্ক। স্থানীয়রা জানান- সড়কের এই অংশটি যুগযুগ ধরে কাঁচা ও ভাঙ্গাচোরা থাকায় স্থানীয় চরসোনাপুর, চরকৃষ্ণজয় (আদর্শ গ্রাম) চরডুব্বা ও চরলামছি গ্রামের হাজার জনসাধারণের চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। বর্ষাকালে এই পথ কর্দমাক্ত হয়ে স্থানীয় বাদামতলী বাজারে যাতায়াত ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে থাকে।

সরেজমিন ঘুরে দেখা যায়, সোনাগাজী পৌর শহর থেকে সোনাপুর- বাদামতলী হয়ে গুচ্ছগ্রাম- রঘুনাথপুর- নবাবপুর ও কসকা হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত এই গ্রামীণ সড়ক নেটওয়ার্ক, দূর্যোগকালীন বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা যাবে। তাছাড়া নির্মাণাধীন দেশের সবচেয়ে বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল (বঙ্গবন্ধু শিল্পাঞ্চল) থেকে মুহুরীপ্রজেক্ট হয়ে বাদামতলী- গুচ্ছগ্রাম- রঘুনাথপুর- নবাবপুর ও কসকা হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাওয়া সহজতর হবে।

বঙ্গবন্ধু শিল্পাঞ্চল থেকে মুহুরীপ্রজেক্ট হয়ে বাদামতলী-গুচ্ছগ্রাম সড়কে রঘুনাথপুর- ভোরবাজার ও ডাকবাংলা হয়ে বিকল্প পথে সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কে যাওয়া সম্ভব। সড়কের এই অংশ মেরামত সম্পন্ন হলে নবাবপুর থেকে মুহুরীপ্রজেক্ট হয়ে জোরালগঞ্জ ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারিয়ারহাট যাওয়া যাবে। কসকা থেকে নবাবপুর হয়ে গুচ্ছগ্রাম- বাদামতলী হয়ে সোনাগাজী পৌর শহরে যাতায়াত সহজ হবে।

পাউবো ফেনীর আওতাধীন বেড়ীবাঁধের মাত্র ২কিলোমিটার অংশ পাকাকরণ সম্পন্ন হলে অবহেলিত গুচ্ছগ্রামের লোকজন তাদের প্রয়োজনীয় কাজে উপজেলা সদরে যাতায়াত, দৈনন্দিন কেনাকাটা, উৎপন্ন ফসলাদি বাজারজাত করা, স্থানীয় বাদামতলী ও সোনাপুর বাজারে যাতায়াত করতে পারবে।

ফেনী-৩ সংসদীয় আসনের সাংসদ লেঃ জেঃ (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির এবং সড়ক ও জনপথ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ পূর্বক জনগুরুত্বপূর্ণ বিবেচনায় সড়কের এই অংশটি দ্রুততম সময়ে পাকাকরণ সম্পন্ন করার জন্য, স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে। রাস্তাটির পাকাকরণ সম্পন্ন হলে চরম জনদূর্ভোগ লাগব হবে।

আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির জানান, ফেনী-৩ আসনের এমপি জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বরাবর আমি ইতিমধ্যে এই রাস্তার ডিও লেটার দিয়েছি, আশাকরি জন গুরুত্বপূর্ণ এই রাস্তার কাজ দ্রুম হয়ে যাবে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!