ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

করোনা সন্দেহে ঠাকুরগাঁওয়ে এক বিদেশ ফেরতসহ ১৪ জনের নমুনা পরীক্ষার জন্য রংপুরে প্রেরণ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
এপ্রিল ৩, ২০২০ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরত এক ব্যক্তিসহ ১৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নীরিক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথা ও শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ায় তাদের লালা ও শেল্মা সংগ্রহ করে রংপুরে প্রেরণ করা হয়েছে বলে শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরেএমও) ডা. রাকিবুল আলম।
নমুনা পাঠানো ১৪ জনের মধ্যে একজন বিদেশ ফেরত রয়েছেন। তবে বিদেশ ফেরত ওই ব্যক্তি বাড়ীতে আসার প্রায় ৩০ দিন হয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, জ্বর সর্দি, কাশি, গলা ব্যাথায় আক্রান্ত হওয়া রোগীরা নিজে থেকেই করোনা পরীক্ষার জন্য আগ্রহ প্রকাশ করলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে মেডিকেল টিম পাঠিয়ে তাদের নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি তাদেরকে পরিবারের সদস্যদের থেকে আলাদা করে নিজ নিজ বাড়ীতেই আইসোলেশনে রাখা হয়েছে।
নমুন পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার অথবা রবিবার পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Don`t copy text!