আকাশ সরকার রাজশাহী ব্যুরোঃ
বিশ্ববাসীর দিকে চোখ মেলে তাকিয়ে দেখুন মহামারী হচ্ছে। কোন কিছু মিথ্যা ও ভয় দেখিয়ে দেশের মানুষকে ও দেশের ক্ষতি করবেন না। গুজব রটিয়ে অারো মানুষের ক্ষতি করবেন না। অাসুন আমরা সকলে দায়বদ্ধতার সাথে কাজ করি। চরম সংকটে অাজ পৃথিবী। দেশে আজ সরকারি নিদের্শনা রয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সকলকে দেশের অনুশাসন মানতে হবে। বৈশ্বিক সংকট মোকাবেলা করতে হবে। কারন অাজ মৃত্যুর মিছিল চলছে গোটা বিশ্বজুড়ে।অামাদের দেশে সঠিক তথ্য উপাত্ত নেই। টেলিভিশন গুলো তথাকথিত বুদ্ধিজীবীদের নিয়ে টকশো করে তারমধ্যে অন্যতম সুভাষ সিংহ, এদের মত বিকৃত মনের মানুষেরা করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। এদের কথায় অামরা দেশকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। টেলিভিশনের সামনে আসলেই তথাকথিত কিছু চিকিৎসক নেতা প্রতিনিয়ত মিথ্যা কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে। ঠুনকো অযুহাতে দেখিয়ে কিছু মানুষ চলছে পথে। আমরা যারা সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনকে আসতে দেখে দৌড়ে বাড়ী চলে যাচ্ছি এবং পুলিশ চলে গেলে অাবার বাইরে বেরিয়ে অাসছি। আমরা হয় ভাবছি পুলিশকে ধোকা দিয়ে দিলাম কিন্তু অাসলেই কি অামরা পুলিশ ধোকা দিলাম? নাকি নিজেকে এবং নিজের পরিবারকে ধোকা দিলাম? লক্ষ্য করা যাচ্ছে দেশব্যাপী সাধারন মানুষকে সহায়তা করার নামে কিছু তথাকথিত নেতা ফটো সেসনে ব্যস্ত তারা জানে না বা বুঝেই না এক্ষেত্রে নিয়মনীতি কি? তারা নিজেকে জাহির করা নিয়েই ব্যস্ত যেখানে সরকারিভাবে বারংবার নিষেধ করা হচ্ছে জনসমাগম এড়িয়ে চলার ব্যাপারে কিন্তু তারা এর কেন কিছুই তোয়াক্কা করছে না। দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনা ভাইরাস সংক্রমণ খুবই ছোয়াচে। এর থেকে পরিত্রান পাওয়ার জন্য অাগামী ৩সপ্তাহে আমাদের খুব গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময়। অামাদেরকে সর্তক অবস্থায় থাকতে হবে নিজ বাসভবনে ও নিরাপদে। পৃথিবীর ২০৩ টি দেশে এই জটিল মহামারীতে অাক্রান্ত হয়ে লক্ষ লক্ষ মানুষ আজ রোগে আক্রান্ত ও হাজার হাজার পৃথিবীবাসী মৃত্যুর মুখে ঢলে পড়েছে। অাসুন অামরা সবাই নিরাপদে থাকি ও অন্যকে সর্তক সচেতন হয়ে চলার অনুরোধ করি এবং দেশের অাইন ও ধর্মীয় অনুশাসন মেনে চলি। আল্লাহ পাক অামাদের সকলকে হেফাজত করুন।