মোঃ জুয়েল রানা (নীলফামারী প্রতিনিধি) নীলফামারীর সৈয়দপুর শহরের উপকন্ঠে উত্তরা আবাসনের বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে মেসার্স জাহিদ স্টোরের মালিক মোঃ জাহিদ। তিনি আজ বুধবার বিকেলে আবাসনের ১০০ পরিবারের বাসায় গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন।
খাদ্য সামগ্রীর মধ্যে তিন কেজি চাল, আধা কেজি ডাল, আলু, মাক্স। এ সময় ওই ব্যবসায়ীর বাবা মো. সাহিদ উপস্থিত থেকে দুঃস্থ পরিবারের প্রধানদের হাতে প্যাকেটগুলো তুলে দেন।
মোঃ সাহিদের সাথে কথা বললে তিনি জানান,যেহেতু এই করোনা ভাইরাস সারা বিশ্বের মাঝে মহামারী আকার ধারণ করেছে।আর এই করোনা ভাইরাসের কারণে লগডাউনে আছে।
তারা রোজগার করতে পারছে না।
তাই আমাদের এই অসহায় মানুষের পাশে দাড়ানো।
তরুন এ ব্যবসায়ীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।