সিরাজুল ইসলাম লক্ষ্মীপুর। করোনাভাইরাস যাতে আর বিস্তার ঘটাতে না পারে সে জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার অন্যতম ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি। মানুষ যাতে পরস্পরের সংস্পর্শে এসে করোনা ছড়াতে না পারে তার জন্য অনেক জায়গা লকডাউন ঘোষণা করা হয়েছে।
এসব সিদ্ধান্তের পর বদলে গেছে লক্ষ্মীপুরের কমলনগরের চেহারা। নিম্নআয়ের মানুষ ও দিনমজুররা এখন দৈনিক খাওয়া যোগাড় করতে পারছে না। এ অবস্থায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা নিজেদের মতো করে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসছে।
তারই অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের কমলনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল আফছার প্রতিদিন নির্দিষ্ট বিভিন্ন দিনদিন সহ আজ (বুধবার) এই খাদ্য বিতরণ করেছে তোরাব গন্জ ইউনিয়নের হাজ্বি ফাজেল মিয়ার হাট, অসহায় মানুষদের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ সহ খাদ্য সামগ্রী বিতরণ করা করেছেন।
অফিসার নুরুল আফছার বলেন সমাজের বৃক্তশীলরা করোনায় কর্মহীন অসেহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে।