মোহাম্মদ ইকবাল হোসাঈন : করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সাধারণ দিন মজুর, খেটে খাওয়া শ্রমিকদের কাজ বন্ধ হওয়ায় অনেকেই খেতে পারছে না। এবতাবস্থায়, অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে পহেলা এপ্রিল বুধবার সকালে সোনাগাজী উপজেলা যুবলীগের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভূট্টুর উপস্থিতিতে সোনাগাজী উপজেলা পরিষদের সামনে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন। উপজেলার ১০ টি ইউনিটে যুবলীগ নেতাকর্মীরা বাড়ী বাড়ী পৌঁছে দেবেন এই খাদ্য সামগ্রী।
এসময় উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা যুবলীগের সভাপতি, সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ বলেন, ফেনী-২ আসনের মাননীয় সাংসদ ও ফেনী জেলা আ’লীগের সাধারন সম্পাদক জননেতা নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে আমাদের উপজেলা যুবলীগের পক্ষ থেকে করোনা সমস্যায় যে সকল অসহায় পরিবার গুলো না খেয়ে দিন কাটাচ্ছে, তাদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী উপজেলার দায়িত্বশীল নেতাকর্মীদের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। তিনি আরো বলেন, এই খাদ্য সামগ্রী সহায়তা অব্যাহত থাকবে যত দিন অসহায় মানুষ তাদের কর্মক্ষেত্রে না পৌঁছাবে।
এছাড়াও উপজেলা যুববলীগের উদ্যোগে গত ৩১ মার্চ সোনাগাজী উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস নিয়ে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হয়।