ওমানে বসবাসরত সকল প্রবাসীদের ভালোর জন্য এই পোস্ট টা খুব জরুরী তাই মনোযোগ সহকারে সবাই শুনবেন! আর ওমানের আইন গুলো মেনে চলবেন!
ওমান সরকার আজ বুধবার থেকে নতুন আইন’জারি করেছে তাতে যা বলা হয়েছে তা নিচে উল্লেখ করলাম!
করোনা ভাইরাসের সমস্যা কে সমাধান করার জন্য ওমান সরকার বলেছে, আজ থেকে ওমানের প্রতি টা বাহিনী কে মাটে নামানো হবে! ওমানের প্রতি টা রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হবে আর সেই চেকপোস্টের মাধ্যমে বিশেষ বাহিনী দ্ধারা চেকিং জোরদার করার জন্য প্রতি টা চেকপোস্টে সেনাবাহিনীর সাথে পুলিশ এবং ওমানের বিশেষ বাহিনীও মোতায়েন করা হবে! আর প্রতি টা চেকপোস্টে একামা আর কর্মীর মূল জায়গা কোথায় তা চেক করা হবে! এবং একামা’তে যার এলাকা যেখানে তাকে সেখানে চলে যেতে হবে! এক এলাকার মানুষ অন্য এলাকায় ডুকতে দেওয়া হবে না! একসাথে জড়ো হয়ে আড্ডা দিতে দেখলেও ধরে নিয়ে যাবে! চেকপোস্টে পতাকা চেকিং জোরদার করবে তাই যারা বাহিরে এখনো অযথা ঘুরাঘুরি করতেছেন তাদের জন্য অনেক সমস্যা হতে পারে এজন্য আপনারা কেউ বাসা থেকে অপ্রয়োজনে বের হবেন না তবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যার যার রুমে অবস্থান করুন!
যাদের কাজ বা কোম্পানি বন্ধ তারা রুম থেকে বের হবেন না আর যাদের কাজ করতে বাধ্য তারা একামা নিয়ে বের হবেন কারন যে কোন সময় চেকপোস্টে যে কোন বাহিনী আপনার একামা চেকিং করতে পারে তাই সবার সাবধানতার জন্য এই পোস্ট টা করা হয়েছে!
ওমান প্রবাসীদের ভালোর জন্য সবাই এই পোস্ট টি শেয়ার করে দিবেন!