ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শুভপুর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে অসহায়দের মাঝে ত্রাণ বিতরন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
এপ্রিল ১, ২০২০ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের কারনে সকল প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ায় বহু পরিবারের মাঝে অভাব অনটন দেখা দেয়ায় ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে বুধবার (১ এপ্রিল) সকালে শুভপুর ইউনিয়নের জয়পুর, জয়চাঁদপুর, সোনাপুর, বল্লভপুর, কৈয়ারা, চম্পকনগর, দক্ষিন মন্দিয়া, উত্তর মন্দিয়া ও কুহুমা ওয়ার্ডে অসহায় দরিদ্রের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, আমার বাড়ী আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ রফিক উদ্দীন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সেলিম, ইউপি সদস্য মোঃ আবুল বাশার, সালেহা বেগম, ফজলুর রহমান সজিব, আমার বাড়ী আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের লেনদেন ম্যানেজার আকতার হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোতাহের হোসেন প্রিন্স। এসময় উক্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৩ শ’ ৬০ জন বেকার, গরীব ও দুঃস্থদের মাঝে এসব ত্রাণ বিতরন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া গণমাধ্যমকে জানান বর্তমান সময়ে বিশ্বে করোনা ভাইরাস একটি মারাত্নক বিষয়। বাংলাদেশেও করোনার ভাইরাস থেকে নাগরিকদের মুক্ত রাখতে সরকার কলকারখানা, যানবাহন বন্ধ ঘোষনা করার ফলে বেকার হয়ে পড়েছে বহু পরিবার। সেসব বেকার অসহায় পরিবারগুলোর জন্য সরকার থেকে এসব ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে এবং আগামী দিনগুলোতেও সহায়তা অব্যাহত থাকবে।

Don`t copy text!