মোঃ জুয়েল রানা( নীলফামারী প্রতিনিধি) নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে নীলফামারীতে পথচারী ও দরিদ্র মানুষের মাঝে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন । এসময় উক্ত সংগঠনের সভাপতি মোঃ তাজুল ইসলাম জানান, যেহেতু করোনা একটি মহামারী আকার ধারন করছে।
তাই মানুষকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে এই উদ্যোগ নেই আমরা। এবং
নীলফামারী সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, মঙ্গলবার টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে নীলফামারী জেলা শহরের বড়মসজিদ এলাকাসহ বিভিন্ন এলাকায় পথচারী ও দরিদ্র মানুষের মাঝে দুইশ টি মাস্ক, সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
নীলফামরী টেলিভিশন ক্যামেরা এসোসিশনের সভাপতি তাজুল ইসলামের নেতৃত্বে বিতরন অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক সাদ্দাম আলী,অর্থ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক মিঠু মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।