ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মহামারী করোনা ভাইরাস- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
মার্চ ৩১, ২০২০ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ছালামত উল্যাহ্

বিশ্বব্যাপী ছড়ালো ভাইরাস
ছোঁয়াচে রোগ করোনা,
বাঁচতে চাইলে বাঁচাতে চাইলে
খোলা হাতে কিছু ধরোনা।

সাবান দিয়ে নিয়মিত
হাত পরিষ্কার করে রাখি,
সরকারের নির্দেশ মতে
সবাই নিজ বাড়িতে থাকি।

আশেপাশের সবাইকে মোরা
এই কথাই বলবো,
বিশেষ প্রয়োজনে বাহিরে গেলে
জনসমাগম এড়িয়ে চলবো।

রাস্তা ঘাটে চলতে গেলে
যেন মাস্ক পড়ে থাকি,
সচেতন থাকার জন্য
কিছুই রাখবোনা বাকি।

হাঁচি কাশি আসলে তবে
সাবধানে তা দিবো,
কাছাকাছি থাকলে কেউ
মুখ ফিরিয়ে নিবো।

ঠান্ডা খাবার বর্জন করে
গরম গরম খাবো,
সুস্থ থাকার জন্য সব
নিয়ম মেনে যাবো।

কোন উপসর্গ দেখা দিলে
দ্রুত চিকিৎসা নিবো,
বিশেষ বিশেষ প্রয়োজনে
হটলাইনে ফোন দিবো।

এলাকার মধ্যে অভাবী যারা
তাদের সাহায্য করবো,
পরকালে মুক্তির জন্য
সুন্দর জীবন গড়বো।

সব সময় আমরা যেন
আল্লাহকে স্বরণ করি,
করোনা ভাইরাসের হাত থেকে
তিনিই দিবেন তরী।

Don`t copy text!