সিরাজুল ইসলাম লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের কমলনগরে করোনা প্রতিরোধে দিনমজুর কর্মহীন নারী-পুরুষদের নিজ নিজ বাড়িতে অবস্থান নিশ্চিত করতে তাদের মাঝে চাল ডাল আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিরতণ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে কমলনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে অসহায়দের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর।
এদিকে, পাটারিরহাট ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, সাহেবেরহাট ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের ও তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন নিজ এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবরক হোসেন বলেন, করোনা প্রতিরোধে দিনমজুররা নিজ নিজ বাড়িতে অবস্থান করায় কর্মহীন হয়ে পড়েছেন। যে কারণে তাদের মাঝে চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য বিতরণ করা হয়।
কমলনগর উজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি বলেন, সরকারি বরাদ্দ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রত্যেক ইউনিয়নে ১টন করে চাল ও ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে; স্থানীয় জনপ্রতিনিধিরা গ্রামে গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।