ইমরান মাসুদঃ
করোনাভাইরাস (কভিড-১৯) ঝুঁকি ও বিস্তাররোধে সারাদেশব্যাপি যখন এই ভাইরাস আতংকে রয়েছে ঠিক সে সময় মতলব উত্তরের ১৩ নং ইসলামাবাদ ইউনিয়নের নন্দলালপুর বাজারের ফ্রিডম ইয়ং হেল্প সেন্টারের অসচেতন সাধারণ মানুষকে সচেতন ও সরঞ্জামাদি ৫০০ মাস্ক বিতরণ করা হয় ।
২৯ মার্চ (রবিবার ) বিকেলে সকল সম্প্রদায়ের মাঝে ফ্রিডমের সকল সদ্যসের নিজ নিজ অর্থ্যায়ানে মাস্ক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয় ।
এ ফ্রিডমের উপদেষ্ঠা, প্রতিষ্ঠাতা পরিচালক,সদস্যগণ উপস্থিত থেকে সরঞ্জামাদি ও মাস্ক বিতরণ করেণ ।
বিতরণ শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শাকিল বিন ওয়ালিদ জানান, এই করোনাভাইসের (কভিড-১৯) জাতির মহাবিপদের এ মুহূতে দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেয়ার পাশাপাশি আমরা সামনের দিনগুলোতে অসহায় সকল সাধারণ মানুষের পাশে থাকব ইনশাল্লাহ্ ।
দ্বীল মোহাম্মদ আরো জানান, আমরা সব সময়ই অসহায় সাধারণ মানুষের কল্যানে কাজ করেছি এ করোনাভাইরাস (কভিড-১৯) দুর্যোগ মোকাবেলায় আমরা আরো সরঞ্জামাদি বিতরণ করব ।