ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে অসহায় ২০টি পরিবারের পার্শ্বে ওসি আফছার- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
মার্চ ৩০, ২০২০ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজুল ইসলাম লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের কমলনগর থানা পুলিশ করোনা ভাইরাস প্রতিরোধে অসহায়-দিনমজুর কর্মহীন মানুষদের বাড়িতে থাকা নিশ্চিত করতে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন।
সোমবার (৩০ মার্চ) দুপুরে কমলনগর থানা প্রাঙ্গনে ১০কেজি করে চাল, ২কেজি আলু, আধা কেজি ডাল ও ৫০০ গ্রাম তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পুলিশ তাদের ব্যক্তিগত উদ্যোগে অসহায় ২০ পরিবারের পাশে দাঁড়ায়।
এসময় কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার, ওসি-তদন্ত মাখন লাল রায়সহ থানার উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাস প্রতিরোধে কমলনগর থানা পুলিশ সচেতনতামূলক ব্যাপক প্রচারনা চালাচ্ছে। হাটে-বাজারে মাইকিং, লিফলেট ও মাস্ক বিতরণ করছে। এছাড়াও বিদেশ ফেরত প্রবাসীদের নিজ নিজ বাড়িতে নিরাপদ দূরত্বে রাখতে বিশেষ ভূমিকা রাখছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. নুরুল আবছার বলেন, আমরা ব্যক্তিগতভাবে ২০ পরিবারের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করতে আমাদের এ প্রচেষ্টা।

Don`t copy text!