স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব হেলাল হোসেন এর নির্দেশনায় নিয়মিত বাজার মনিটরিং ও জনসমাগম রোধ বিষয়ক কার্যক্রমের অংশ হিসেবে আজ ৩০ মার্চ সোমবার সকালের দিকে দাকোপ উপজেলার বাজুয়া খুটাখালী ও বানীশান্তা বাজার সহ বিভিন্ন ইউনিয়নের কাচা বাজার, মাছ বাজার, মুদির দোকান,চায়ের দোকান, ওষুধের দোকানসহ বিদেশ থেকে আগত প্রবাসীগণ হোম কোয়ারান্টাইন মেনে চলছে কিনা পর্যাবেক্ষণ করতে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার( ভুমি) তারিখ-উল-হাসান। এ সময় উপস্হিত ছিলেন সেনাবাহিনীর অফিসারও সেনা সদস্যবৃন্দ থানা পুলিশের অফিসার ও সঙ্গীয় ফোর্স,,উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার মিরাজ, দাকোপ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও এসডি টিভির সার্বিক পরিচালক স্বপন কুমার রায়,দাকোপ রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক পাপ্পু সাহা ও আশীস ব্যানার্জী।অভিযান পরিচালনাকালে বাজুয়া খুটাখালী বাজারে কাচা মাল বিক্রেতা ও মুদি দোকান দার দের জিনিসের মুল্য স্হিতি রেখে নেয্য মুল্য বিক্রি করার জন্য সতর্ক করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত সকলকে বিনা প্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করা হয়, চা এর দোকানে অপ্রয়োজনীয় জনসমাগম না করার জন্যও অনুরোধ করা হয়, অধিকমূল্যে পন্য বিক্রয় না করা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করার বিষয়েও সচেতন করা হয়।সামাজিক দুরত্ব বজায় রেখে কেনা-কাটা করার জন্য অনুরোধসহ বসার জন্য বেঞ্চ সরিয়ে ফেলা হয়। পণ্য ক্রয়-বিক্রয়ের সময় রশিদ সংগ্রহ ও সরবরাহ করার জন্য অনুরোধ করা হয়।জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
বিশেষ কৃতজ্ঞতাঃ শ্রদ্ধেয় জেলা প্রশাসক খুলনা জনাব হেলাল হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃআবদুল ওয়াদুদ দাকোপ উপজেলার পক্ষ থেকে অসচ্ছল মানুষের বাড়িতে খাদ্য পৌছে দেয়া হয় এবং বাইরে অবস্থানরত অসচ্ছল মানুষকে খাবার সরবরাহঅন্তে বাড়িতে যাওয়ার জন্য ও ঘরে থাকার জন্য অনুরোধ করা হয়।