ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় নিখোঁজের ৩দিন পর স্কুল ছাত্র সিফাত উদ্ধার- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
মার্চ ৩০, ২০২০ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা,কচুয়া প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়ায় নেহাল আহমেদ সিফাত নামে এক স্কুল ছাত্র নিখোঁজের ৩দিন পর উদ্ধার হয়েছে। সোমবার দুপুরে তাকে আকষ্মিক ভাবে বাড়ির পাশে অচেতন অবস্থায় ঘুরাফেরা করতে দেখতে পায় এলাকাবাসী।
জানা গেছে, কচুয়া উপজেলার তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র নেহাল আহমেদ সিফাত করোনা ভাইরাস সংক্রমনের ছুটিতে শনিবার সকালে তার মামার বাড়ি পাথৈর থেকে পার্শ্ববতী দোকানে যায়। পরে আর তার মামার বাড়ি কিংবা নিজ বাড়িতে ফিরে যাইনি।
স্থানীয় অধিবাসী আফজাল মিয়া,ইসরাত জাহান লিজা ও তাছারব হোসেন জানান, শনিবার সকালে বাড়ির পাশে একটি দোকানে তাকে অজ্ঞাত যুবক চিপস কিনে দিতে দেখেছি। পরে তাকে মোটরসাইকেলে উঠিয়ে দক্ষিন দিকে ওই যুবক নিয়ে যায় বলে তারা জানান। স্কুল ছাত্র নেহাল আহমেদ সিফাতের খালাতো বোন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শেষ বর্ষের ছাত্রী তুলি রহমান জানান, করোনা ভাইরাসের ছুটি সিফাত মামার বাড়িতে আমার কাছে পড়াশুনা করেছে। শনিবার সিফাত বাড়ির পাশে দোকানে চিপসের জন্য দোকানে গেলে সে নিখোঁজ হয়। তাকে খোজাখুজি করেও কোথায় পাওয়া যায়নি। উদ্ধারের পর স্কুল ছাত্র সিফাতকে কৌশলে কে বা কাহারা গৌরিপুর এলাকায় নিয়ে যায় বলে সে তার পরিবার ও পুলিশের কাছে স্বীকারোক্তি দেয়।
এ ব্যাপারে সাচার পুলিশ ফাঁড়ির এসআই মো: আবু হানিফ জানান, স্কুল ছাত্রের নিখোঁজের বিষয়টি তার পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। পরে সোমবার ছেলেটিকে পাওয়া গেছে বলে তার পরিবার ও এলাকাবাসী আমাকে জানান।

Don`t copy text!