খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ ( চাঁদপুর) থেকে :
চাঁদপুরের হাজীগঞ্জে অসহায়, দূঃস্থ, দিনমজুরদের জন্য খাদ্য নিয়ে বাড়ী বাড়ী ছুটছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। যেখানে মানুষ জীবন বাঁচাতে পরিবার পরিজন নিয়ে হোম কোয়ারেন্টিনে রয়েছে, সেখানে তিনি পরিবার পরিজনকে রেখে ত্রাণ নিয়ে ছুটছেন মানুষের বাড়ী বাড়ী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ত্রাণ বিতরণের এ ছবি ফেইসবুক থেকে ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের ফেইসবুকে। ফেইসবুকে তার মানবিক এমন কর্মকান্ডে সাধুবাদ জানান নেটিজেনরা। মাহবুবুল আলম চুন্নু নামকে এক নেটিজেন ইউএনওকে “জননী প্রশাসক” হিসেবে সম্মোধন করেন। এভাবে অনেক নেটিজেন তার প্রশংসা করেন।
সারা দেশের ন্যায় হাজীগঞ্জ উপজেলাতেও দোকানপাট বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সকল প্রকার যানবাহন। ফলে সবচেয়ে কষ্টে আছে সাধারণ দিন মজুর খেটে খাওয়া মানুষগুলো।
হাজীগঞ্জ উপজেলার জন্য বরাদ্ধকৃত সাড়ে ১২টন খাদ্য থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিনি এ খাদ্য প্রদান করেন। খাদ্য বিতরণে তাঁকে সহযোগিতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসাইন।