সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বিশ্বব্যাপী প্রানঘাতি করোনা ভাইরাস’র সংক্রমণ ঠেকাতে দেশে চলমান পরিস্থিতিতে গরীব দুঃখী, খেটে খাওয়া ও নিম্ম আয়ের মানুষের কষ্ট লাগবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ছাগলনাইয়া মুফ্তী মাহমুদ (রাঃ) কল্যাণ ট্রাষ্ট। ছাগলনাইয়া পূর্ব বাঁশপাড়া মুফ্তী মাহমুদ (রাঃ) ভুঁইয়া বাড়ি’র আঙ্গিনায় রবিবার (২৯ মার্চ) বিকাল ৫ টায় খাদ্য সামগ্রী বিতরণ’র কার্যক্রম শুরু হয়। মুফ্তী মাহমুদ (রাঃ) কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান ও উপজেলা জাসদ’র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ছলিম উল্ল্যাহ্ ভুঁইয়া গনমাধ্যমকে বলেন, প্রানঘাতি করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে নিম্ম আয়ের মানুষ ও গরীব দুঃখীদেরকে উক্ত কল্যাণ ট্রাষ্টের তহবিল থেকে কয়েকশ নারী-পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি, ভবিষতে এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। মুফতি মাহমুদ (রাঃ) কল্যান ট্রাষ্টের উদ্যোগে অসহায় গরীব দুঃখী মানুষের ভিতরে ত্রাণ বিতরণ করার সময় আরো উপস্থিত ছিলেন, অত্র ট্রাষ্টের সহ-সভাপতি ফাহাদ ভূঁইয়া, সদস্য মোঃ জয়নাল আবেদীন মিয়াজী, ডাঃ মোঃ আব্দুল্লাহ্ ভুঁইয়া রিপন, পৌর জাসদ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন, উপজেলা প্রচার সম্পাদক মোঃ বাশার সহ বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ।