মোঃ ইমান হোসাইন, চাঁদপুর প্রতিনিধিঃ
বিশ্বব্যপী চলমান করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর অংশ হিসেবে চলমান লকডাউনের মধ্যে নিন্ম আয়ের মানুষের দৈনন্দিন ভোগ্যপন্যের চাহিদা পূরনের জন্য চাঁদপুর জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্হাপনায় অত্যাবশ্যকীয় ১২ টি পন্য কম দামে বিক্রি করার জন্য এই ষ্টোর খোলা হয়।সততা ষ্টোরে কোন দোকানী নেই, নারী পুরুষের জন্য আলাদা আলাদা লাইন দেওয়া আছে।নিরাপদ দুরুত্ব বজায় রেখে যার যার প্রয়োজনীয় পন্য ক্রয় করে ক্রেতাগন যাওয়ার সময় নিজ হাতে ক্যাশ কাউন্টারে পন্যের দাম রেখে যাচ্ছেন। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় জেলা প্রশাসক জনাব মাজেদুর রহমান খান গত শুক্রবার এ ষ্টোরের উদ্ভোদন করেন। অপেক্ষাকৃত দূরের লোকজনের জনয় পন্য পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্হা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে।নারী পুরুষের জন্য আলাদা লাইন করে গোল চিহ্নিত নিদিষ্ট স্হানে দাঁড়িয়ে তারা পন্য সংগ্রহ করছেন।ভোগ্য পন্যের মধ্যে চাল,ডাল,আটা,চিনি,লবন,হলুদ,মরিচ,আলু,পেঁয়াজ, রসুন সহ অত্যাবশ্যকীয় ১২ টি পন্য ষ্টোরে প্যাকেট করে সাঁজিয়ে রাখা হয়েছে।আর ষ্টোর তদারকি করছেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) চাঁদপুর জনাব, এস.এম জাকারিয়া। জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী ও রেডক্রিসেন্ট কর্মীগন তাকে সার্বিক সহযোগিতা করছেন।কয়েকজন ক্রেতার সাথে যোগাযোগ করে জানাযায় জেলা প্রশাসনের এমন উদ্যোগে তারা যারপরনাই খুশি।তারা বলেন দেশের এই ক্রান্তিলগ্নে সততা স্টোর তাদের অনেক উপকারে এসেছে। স্বাভাবিক অবস্হা ফিরে না আসা পর্যন্ত তারা এই ষ্টোর চালু রাখার দাবী করেন।তারা জেলা প্রশাসনের এমন উদ্যোগে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।জেলা প্রশাসক চা জনাব,মাজেদুর রহমান খান বলেন,করোনা ভাইরাস মোকাবেলায় নিন্ম আয়ের মানুষের কথা বিবেচনা করে এ ষ্টোর চালু করা হয়েছে,বাজার মূল্য থেকে শতকরা ১০% কম মূল্যে এ ষ্টোরের সকল পন্য বিক্রি হচ্ছে।প্রথমদিন এই ষ্টোর থেকে ২০০ জন এই সেবা পেয়েছেন। দিনদিন এই ষ্টোর নিন্ম আয়ের মানুষের নিকট জনপ্রিয় হয়ে উঠছে। তিনি সকল উপজেলায় এমন করে ষ্টোর স্হাপন করে নিন্ম আয়ের মানুষদের সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন।আগন্তুক সকল ক্রেতাদের করোনা ভাইরাস রোধে বিভিন্নরকম পরামর্শ দেওয়া হচ্ছে।আশা করা যায় দেশের সকল জেলা এবং উপজেলা পর্যায়ে এমন ব্যবস্হা গ্রহন করলে নিন্ম আয়ের মানুষের অনেক উপকার হবে।