ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
মার্চ ২৮, ২০২০ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বিশ্বব্যাপী প্রানঘাতি করোনা ভাইরাস’র সংক্রমণ ঠেকাতে দেশে চলমান পরিস্থিতিতে গরীব দুঃখী, খেটে খাওয়া ও নিম্ম আয়ের মানুষের কষ্ট লাগবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। শনিবার (২৮ মার্চ) রাত ৮ দলীয় কার্য্যলয় থেকে খাদ্য সামগ্রী বিতরণ’র কার্যক্রম শুরু হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল চৌধুরী গনমাধ্যমকে বলেন, প্রানঘাতি করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে নিম্ম আয়ের মানুষ ও গরীব দুঃখীদেরকে ব্যক্তিগত তহবিল থেকে দলীয় কার্য্যলয় থেকে পৌরশহর জমাদ্দার বাজার’র কয়েকশ নারী-পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি, ভবিষতে এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। অপরদিকে, উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী এক প্রস্তুতি সভায় গনমাধ্যমকে জানান, ফেনী- ২ আসন’র সাংসদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে ছাগলনাইয়া উপজেলাধীন গরীব দুঃখী ও নিম্ম আয়ের মানুষদের জন্য প্রায় ৩ হাজার খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ করা হবে বলে জানিয়েছেন। এইসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি নিজামউদ্দিন মজুমদার, সাবেক সভাপতি সামছুদ্দিন মজুমদার বুলু, সাবেক দপ্তর সম্পাদক আবদুল বাকী শিমুল, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।

Don`t copy text!