নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
নান্দাইলে ভ্রাম্যমান আদালতের করোনা ভাইরাসের ভুয়া কবিরাজ শাহীন(২২)কে ৬ মাসের জেল ও তার পিতা জসীম উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। তারা দুজনেই উপজেলার খামার গাঁও গ্রামের বাসিন্দা।
আজ শুক্রবার ( ২৭ মার্চ) জুমা নামাজের সময় খামারগাঁও বেপারী বাড়ি মসজিজেদ উপস্থিত মসুল্লীদের সম্মূখে ঐ গ্রামের জসীম উদ্দিনের পুত্র শাহিন প্রকাশ করে বলে সে স্বপ্নে করোনা আক্রান্ত রোগীর ঔষধ তৈরী করার অনুমতি পেয়েছে। করোনা রোগীরা সুস্থ্য হওয়ার জন্য ও এ রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য তার বাড়ি থেকে ঔষধ আনার জন্য জানায়। তবে বিধর্মীরা এ ঔষধ খেতে পারবেনা বলেও জানায়।
এ কথা বলার কিছুক্ষন পর থেকে স্থানীয় লোকজন সহ পাশবর্তী এলাকার লোকজন তার বাড়িতে ঔষধ নেয়ার জন্য জমায়েত হতে থাকে। এখবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহিম সুজন
সঙ্গীয় পুলিশ সহ ঘটনা স্থলে যান এবং ঘটনার সত্যতা পেয়ে শাহিন ও তার বাবা জসীম উদ্দিনকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে জেল ও জরিমানা প্রদান করেন।