ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে হটাৎ গভীর রাতে মসজিদে মসজিদে আয়ান -দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ২৬, ২০২০ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

খালেকুজ্জামান শামীম :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে হটাৎ মসজিদে মসজিদে আযানের শব্দ শুনা গেছে। হটাৎ রাত সাড়ে দশটা থেকে প্রত্যেক মসজিদের মুয়াজ্জিন এ আযান দিয়েছেন। তবে কি জন্য আয়ান দিয়েছেন তা কেউ সঠিক কোন তথ্য দিতে পারেনি। এক জনের শুনে অন্যজন এভাবেই প্রতিটি মসজিদে এ আযানের ধনি শুনা গেছে।
ঢাকায় বসবাসরত হাজীগঞ্জের বাসিন্দা ইমাম হোসেন ইমন ফোন করে জানান, তিনি শুনেছেন যে, হাজীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে নাকি বৃহস্পতিবার সকালে একটি শিশু জম্ম নিয়ে মারা গেছে। সে শিশু নাকি বলেছে আযান দিতে। বিষয়টির সত্যতা জানতে ওই গ্রামে বেশ কয়েক জনের সাথে তারা বললে তারা জানান এটি গুজব। এ ঘটনা সত্য নয়।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এটা গুজব আমরা আয়ান দেইনি।
মোহাম্মদ পুর পুর্বপাড়া জামে মসজিদের খতিব মাও.শাহ আলম আল কাদরী ও সাবেক উপাধ্যক্ষ মাও. আবদুল মমিন ফারুকি জানান, আমরা কোন নির্দেশনা পাইনি আর শরিয়তে এমন কোন কাজ করার বৈধতাও দেখিনা।
হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, আমরা কোন নির্দেশনা পাইনি। তবে আযানের কথা শুনেছি। রাত ১০ টা থেকে বিভিন্ন মসজিদে হটাৎ আযান হয়েছে ।
এদিকে ইসলামী ফাউন্ডেশন অথবা উপজেলা পশাসন এ বিষয়ে কোন তথ্য দিতে পারেনি। তারা বলেছেন এটা গুজব।
তবে হাজীগঞ্জ উপজেলার প্রায় সব কটি গ্রামের সমজিদে আয়ান হয়েছে।

Don`t copy text!