করোনায় করনীয়
__________/পাপিয়া আক্তার
করোনার ভয় করছে তাড়া
বিশ্বে নেই শান্তি
রোগের ধরণ জ্বর সর্দি কাশি
তাতেই যেনো বিভ্রান্তি।
চীনের উহান প্রদেশে জন্ম
এই জৈবিক ভাইরাস
তাঁদের সীমানা পেরিয়ে
করছে গোটা বিশ্ব গ্রাস।
হাত মুখ পরিচ্ছন্ন থাকলে
করোনা যায় ঝরে
ওজু করি নামাজ পড়ি
জীবানু যাক মরে।
গলা ব্যাথা হাচিঁ কাশি
যদি হয় বেশি
রুমাল টিস্যু ব্যবহার করবো
বেশি আর দেশি।
ভিটামিন যুক্ত খাবার খাবো
আর পানি বারে বারে
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে
এই সব খাবারে।
ঘরের বাইরে যেতে হলে
করবো মাস্ক ব্যবহার
করোনা হতে রক্ষা পেতে
সচেতন হওয়া দরকার।
ডেটল কিংবা সেভলন দিয়ে
হাত ধুবো বারবার
ডিম মাছ মাংস ভালভাবে
সিদ্ধ করা দরকার।
করোনা ভাইরাসের অজুহাতে
সবে করছে প্রস্হান
বাঁচতে চাইলে নামাজ পড়ো
মসজিদ রহমতের স্হান।
আল্লাহ তুমি বাঁচাও জীবন
অকাল মৃত্যু দিওনা
সকাল সন্ধ্যা চাই পানাহ
চাই তোমার করুণা।