ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পবার কুসুম্বি হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ক্ষিপ্ত ভুক্তভোগী -দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ২৪, ২০২০ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

আকাশ সরকার রাজশাহী ব্যুরো:
রাজশাহীর পবা উপজেলার বায়া শিন্দুর কুসুম্বি হাটে ইজারদারদের বিরুদ্ধে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে। এ কারণে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পবা উপজেলার নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছে মিজানুর রহমান নামের এক ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা গেছে, অতিরিক্ত খাজনা আদায়ের কারণে কারণে হাটটি অচল হয়ে যাচ্ছে দিন । সাধারন কৃষক, সবজি বিক্রেতা, দিনমজুর ও কাঁচা সবজির দোকানদার গুলো ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। অভিযোগে উল্লেখ্য করা হয়েছে, কলা বিক্রেতাদের কাছ থেকে ৫ টাকা করে নেয়ার নিয়ম থাকলেও ১০ টাকা করে জোরপূর্বক আদায় করছে। ইজারদারের কাছে অসহায় হয়ে পড়েছেন হাটের সাধারণ ব্যবসায়ীরা। এর প্রতিবাদ করলে ইজারদাররা অসাদাচরণ করে থাকে ও হুমকিও দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। ইজারদারদের মধ্যে রয়েছে কুদ্দস আলী, রানা আহমেদ রনি আলী এ ধরণের আচরণ করে থাকে বলে জানানো হয়। এ অবস্থায় ইউএনওকে সংশ্লিষ্ট ইজারদারদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানান।
এ বিষয়ে পবা উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন বলেন, ইজারদারকে একাধিকবার নির্ধারিত খাজনা নেয়ার জন্য বলেছেন। এরপরও না নিলে হাট আবার খুললে ব্যবস্থা নেওয়া হবে।

Don`t copy text!